মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে, আত্রাই নদীতে অবৈধ নেট ও কারেন্ট জাল অপসারণে করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বৈকাল উপজেলার পার-কালিকাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি। এ সময় মৎস্য রক্ষা সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মতে আইজুল হোসেন নামে এক ব্যক্তির ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী জানান, নদীর স্বাভাবিক প্রবাহ বাঁধা সৃষ্টিকারী অবৈধ কাঠামো উচ্ছেদ এবং সব ধরনের মাছ ধরা অবৈধ জাল অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান (আকন্দ) ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।