সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে চোরাই মদসহ গ্রেপ্তার পটিয়াতে বাসের পেছনে বাসের ধাক্কা,নিহত ২ গাইবান্ধায় জামায়াতের মিছিলে বিএনপির হামলা, ২০টি মোটরসাইকেল ভাঙচুর, আহত ৩০ দৈনিক লোকবাণী’র পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সম্মেলন কামরুজ্জামান কে এমপি’ হিসেবে দেখতে চান তাহিরপুর উপজেলাবাসী। মাহেন্দ্র – বাস সংঘর্ষে বোয়ালখালী যুবক নিহত চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক রাজগঞ্জ বিএনপি অফিসে কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল

নওগাঁর মান্দায় টেন্ডার বহির্ভূত মৌজা থেকে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪৮১ বার পঠিত

 

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার সুযোগ নিয়ে আত্রাই নদীর উজান ও ভাটি অংশের টেন্ডার বহির্ভূত মৌজা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয়দের পক্ষে থেকে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে । অভিযোগ সুত্রে জানাগেছে, বাংলা ১৪৩০ বঙ্গাব্দে আত্রাই নদীর বালু মহাল ইজারার দরপত্র বিজ্ঞপ্তি গত ২৩ মার্চ প্রকাশিত হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী আত্রাই নদীর উজান অংশের ৪ টি মৌজায় মোট ২৯৩.৫০ একর বালু মহাল বলে উল্লেখ করে ইজারা প্রদান করা হয়েছে। কিন্তু উল্লেখিত চারটি মৌজা ছাড়াও ঝুকিপূর্ণ টেন্ডার বহির্ভুত আয়াপুর মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন- ইজারাদার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন। অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন মহাদেবপুর সদর উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি সরকারি বিজ্ঞপ্তি উপেক্ষা প্রচলিত আইন ও নীতিমালা না মেনে নদীর উজান অংশ হতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে যাচ্ছেন। এছাড়া রানীনগর উপজেলার ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেনও টেন্ডার বহির্ভূত খুদিয়াডাঙ্গা ও শহরবাড়ী কর্ণভাগ মৌজা থেকে অবাদে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছেন। এনিয়ে মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আত্রাই নদীর উজান ও ভাটি অংশের ঝুঁকি পূর্ণ মৌজা বা এলাকা থেকে মাটি-বালু উত্তোলন করে যাচ্ছেন ইজারাদারা।কর্তৃপক্ষের নজরদারীর অভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা।

এতে করে গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এবং পরিবেশের মারাত্নক ক্ষতি সাধিত হচ্ছে।ইতোমধ্যে টেন্ডার বহির্ভূত মৌজা হতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে অভিযোগ হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,কিছু ব্যক্তিকে ম্যানেজ করে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, ইজারার টাকা পরিশোধ না করে নদী থেকে নিয়ম বহির্ভূত ভাবে মাটি ও বালু উত্তোলন করে যাচ্ছেন। উজান অংশের ইজাররাদার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ভাটি অংশের ইজারাদার সায়েম হোসেন বলেন,ইজারা বহির্ভূত মৌজা থেকে কোন মাটিকাটা বা বালু ইত্তোলন করা হয়নি।আর যদি মাটিবালুকাটা হয় তাহলে প্রশাসন দেখে জানাবে।
এব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা জাকির মুন্সির সাথে কথা হলে তিনি জানান, ইজারার টাকা পরিশোধ করেছে কিনা তা আমার জানা নেই। তবে টাকা পরিশোধ না করে বালু উত্তোলন করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও টেন্ডার বহির্ভূত মৌজা থেকে নিয়ম বহির্ভূত ভাবে মাটি বা বালু উত্তোলন করলে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁর প্রতিনিধিঃ

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।