মোঃ রায়হান আলী- নওগাঁঃ
নওগাঁর মান্দায় দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার (৮ জুলাই)দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার ভারশোঁ ইউপির বাঁকাপুর সন্যাসী তলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানাযায়, ভুক্তভোগী আব্দুস ছালাম দীর্ঘদিন থেকে সন্যাসীতলা মোড় এলাকায় দুটি রুম তৈরি করে একটিতে দোকান এবং অন্যটিতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন আব্দুস সালাম দোকানে না থাকার কারণে রাতের অন্ধকারে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
এসসয় স্থানীয় আবুল কাশেম নামে এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে দোকান মালিককে খবর দেয়। এরপর স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এঘটনায় মান্দা ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো কাজে সহায়তা করেন। আগুনে পুড়ে ছাই হয়ে দোকান মালিকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এব্যাপারে দোকান মালিক আব্দুস সালাম জানান,ঘটনার দিন দোকানে না থাকার সুযোগে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। দোকানে থাকা মালামাল ও আসবাব পত্র পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, এব্যাপারে আমাকে কেউ জানাই নি। তবে দোকান মালিক লিখিত ভাবে জানালে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে নিয়মনুযায়ী সহায়তা করা হবে।
মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধি