মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দূর্বৃত্তর দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পরানপুর ইউপির দক্ষিন পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মুদি দোকানদার মাহতাব উদ্দিন হেলাল দক্ষিন পরানপুর গ্রামের মৃত রওসুন আলীর ছেলে।
জানাগেছে,প্রতিদিনের ন্যায় মুদি দোকানদার হেলাল উদ্দিন দোকানের বেচাকেনা শেষে রাত অনুমানিক ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। এর ঘন্টা খানেক পরে জানতে পারেন, তার মুদি দোকানে আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আসেন।
এবিষয়ে দোকান মালিক মাহতাব উদ্দিন হেলাল জানান,দোকানঘর পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তার দোকানে থাকা মালামাল,নগদ টাকা,মোবাইলের এমবি, রিচার্জ কার্ড, ও টাকার কার্ড,দোকান বাঁকির খাতা, ১ টি কালার টিভিসহ ১ টি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতির হয়েছে। তিনি জানান, রাতের আধারে শত্রম্নতা বশত আমার দোকানে আগুন দিয়েছে।