সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টির উপর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কবিতাঃ অর্থহীন প্রেম রাউজান খলিলাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসা র ৪৫ তম বার্ষিক মাহফিল সম্পন্ন সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটি চয়েস দিয়েছিল : মিজা ফখরুল ইসলাম আলমগীর তাহিরপুর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ছয় মাস বন্ধ থাকার পর ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু সাতক্ষীরা পৌর নারী সুরক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় পর-পুরুষসহ পুলিশ কর্মকর্তার স্ত্রী জনতার হাতে আটক

মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৬৪১ বার পঠিত

মোঃ রায়হান আলী মান্দা নওগাঁঃ
নওগাঁর মান্দায় পর-পুরুষের সঙ্গে রাত্রি যাপন করতে গিয়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী ও এক যুবকে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা হাতেনাতে আটক করছে। আটকের পর উত্তম মাধ্যম দিয়ে ঐ যুবকসহ পুলিশ কর্মকর্তার স্ত্রীকে থানায় সোপর্দ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে থানা সংলগ্ন দোসতি এলাকার নওশাদের ছেলে পান্নার বাড়িতে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য জিন্নাত ও স্থানীয়রা জানান, পুলিশ কর্মকর্তা ভাড়া বাড়িতে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বসবাস করেন। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা বদলি জনিত কারণে অন্যত্রে যোগদান করলেও তার পরিবার এখানে থাকেন। এই সুযোগে পুলিশ কর্মকর্তার স্ত্রী নামধারী ঐ কবিরাজকে বাসায় ডেকে নিয়ে রাত্রি যাপন করার পরিকল্পনা করেন। এ ঘটনা স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে জিজ্ঞেসাবাদ করেন। জিজ্ঞেসাবাদে কবিরাজ স্বীকার করে বলেন, আমি পুলিশ কর্মকর্তার স্ত্রীর সাথে মেলামেশা মাধ্যমে বশীকরণ চিকিৎসা করার জন্য আসছি। তবে তাদের মেলামেশা হয়েছে কিনা সেটা স্বিকার করেনি তারা। কবিরাজ পরিচয়দানকারী আটককৃত যুবক আবু বক্কর সিদ্দিক বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নন্দনবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয় মহিলা ইউপি সদস্য জিন্না বেগম আরো জানান, ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঘরে প্রায় প্রায় বিভিন্ন লোকজন যাওয়া আসা করতো। স্থানীয়রা অনেকদিন থেকে বিষয় গুলো অনুভব করে আসছিলেন। কিন্তু পুলিশ কর্মকর্তার বউ হওয়ায় কারণে বিষয়টি এড়িয়ে চলতো সবাই।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া নন্দীগ্রাম থেকে আগত কবিরাজকে রিসিভ করে ঘরে প্রবেশ করলে স্থানীয়রা বাড়িওয়ালাকে জানিয়ে তাদের শয়ন ঘরে আটক করেন। পুলিশ কর্মকর্তা বর্তমানে নীলফামারী জেলায় কর্মরত আছেন বলে জানাগেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, যেহেতু এসআই সাবিনুরের স্ত্রীর নিকট খারাপ উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। সেহেতু তার বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।