মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউপির হাজী গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু শিহাব উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামের লিটন হোসেন ছেলে বলে জানা যায়। পরিবারের লোকজন জানান সকালে বাড়ির উঠানো খেলা করছিল ঐ শিশু। ইতিমধ্য কিছু সময় অতিবাহিত হয়ে গেলেও বাচ্চাটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে সকাল ১০টার দিকে তার মরদেহ ভেসে উঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার (তদন্ত) কর্মকর্তা মেহেদী মাসুদ।