মোঃ রায়হান আলী (মান্দা) নওগাঁঃ
নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউপির তুলসিরামপুর গ্ৰামে পাকা রাস্তা ওপর নির্মিত একটি ব্রিজের ছাদ ধ্বসে পড়ে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের মানুষ। ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ।ফলে নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রীজের উপর দিয়ে পারাপার হচ্ছে রিক্সা-ভ্যান, মোটরসাইকেল ও স্কুল-কলেজের শিক্ষার্থীরসহ কয়েক হাজার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৭নং প্রসাদপুর ইউনিয়নের মঞ্জিলতলা বাজার হয়ে পাকা রাস্তাটি ১২নং কাঁশোপাড় ইউপির তুলসীরামপুর (রিপুসিপাড়া) ভিতর দিয়ে গিয়ে, জলছত্র- পাঁজরভাঙ্গা রোডের অর্জুনের মোড় এলাকায় সংযুক্ত হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ রাস্তার তুলসিরামপুর এলাকায় অবস্থিত ব্রিজটির মাঝখানে ছাদ ধ্বসে পড়েছে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে থাকতে দেখে রায়।
তুলসিরামপুর গ্রামের স্থায়ী বাসিন্দ, ইমতিয়াজ আলী, রিয়াজউদ্দিন ও মুক্তি জানান, আমাদের বাড়ির সামনেই এই ব্রিজটি অন্তত দেড় বছর ধরে ভেঙ্গে অকেজো হয়ে গেছে। স্থানীয় ইপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেননি। তাঁর আরও জানান বাসাবাড়ির ভারী কোনো জিনিস পত্র আমরা ভাঙা ব্রিজের উপর দিয়ে বহন করতে পারি না। রাতের অন্ধকারে প্রায়ই ঘটে দুর্ঘটনা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অচিরে ব্রিজটি সংস্কারের জোর দাবি স্থানীয়দের।
স্থানীয় ১২নং কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের কাছে জনদূর্ভোগের কথা জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়রা বিষয়টি আমাকে জানিয়েছে। আমি সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা শাখার প্রকৌশলী শাইদুর রহমান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের নখদর্পণে রয়েছে। ইতিমধ্যে কয়েকটি ভাঙ্গা ব্রিজ সংস্কার সম্পন্ন হয়েছে। এটিরও দাপ্তরিক কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়ায় সম্পন্ন হলে কম সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।
মোঃ রায়হান আলী
মোবাইল-০১৭২৮-৯৯৭৩৯০