মোঃ রায়হান আলী, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় লাঠির আঘাতে সাদিকুল ইসলাম ছোটন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল)সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়। উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম ছোটন বাদলঘাটা গ্রামের চা দোকানদার আব্দুর রাজ্জাকের ছেলে। অপরদিকে অভিযুক্ত সাগর হোসেন (৩০) একই গ্রামের হযরতুল্যাহ মন্ডলের ছেলে।
অভিযোগ সুত্রে জানাগেছে, নিহতের বাবা একজন চা বিক্রেতা। তিনি চা বিক্রি করেই জীবন-যাপন করেন। সে গ্রামের একজন অসহায় মানুষ। এই কারণে প্রতিবেশী আশরাফ আলী নামে এক আ.লীগ নেতা তাকে দোকানঘর করার জন্য কিছু জমি দেয়। তার দেওয়া জমিতে দোকানঘর তৈরি করে চা- ব্যবসা করে আসছিলেন। হঠাৎ অভিযুক্ত সাগর দোকান ঘরের জায়গা নিজের দাবি করে গত (১১ এপ্রিল) সন্ধ্যায় নিহতের বাবা আব্দুর রাজ্জাকের দোকান উচ্ছেদের জন্য ভাংচুর শুরু করেন। এসময় নিহত সাদিকুল প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে অভিযুক্ত যুবক। এতে ঘটনা স্থলেই মাটিতে লুটিয়ে পড়েন নিহত সাদিকুল। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান। ঘটনার ৪ দিনপর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
এঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক সোমবার (১৫ এপ্রিল) অভিযুক্ত সাগর হোসেনকে প্রধান আসামী করে সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে অভিযুক্ত সাগর পালাতক থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন,এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় প্রধান আসামীকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।