মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায়”স্বপ্নচুড়া ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে ৭৫০জন অসহায় দরিদ্র শীতার্ত বয়সবৃদ্ধ পুরুষ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১৪০ টি কম্বল ও ৬১০টি চাদর বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ডিসেম্বর) দুপুরে ৩নং পরানপুর ইউপির বালুবাজার কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার তদন্ত কর্মকর্তা মেহেদী মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বক্কার সিদ্দিক, মাসুদ রানা, ফজলুর রহমান লিকু, হাফিজুর রহমান, লিয়াকত হোসেন লিটন, ইউপি সদস্য আতাউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধনী বক্তব্যে, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি ও ৩নং পরানপুর ইউপি সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ৭৫০ জন শীতার্ত মানুষকে কম্বল ও চাদর বিতরণ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সমাজের বিত্তবান যারা রয়েছেন তাদেরকেও আহ্বান জানাবো আপনারাও যথাসাধ্য গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন এটাই প্রত্যাশা করি।