মোঃ রায়হান আলী নওগাঁঃ নওগাঁর মান্দায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে নাঈম হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭জুন) উপজেলার ভারশোঁ ইউপির পাকুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে। স্থানীয়রা জানান সকালে বৃষ্টি উপেক্ষা করে নাঈম বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাচ্ছিল। এ সময় বজ্রপাতের শিকার হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে ভটভটির ধাক্কায় ফয়েজ আলী (৭৫) নামে চার্জারভ্যানের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬জুন) রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের আদিবাসীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ গাইন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।