সুদর্শন চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক:
আজ সারাদিন ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম (সেবা)।
দেশজুড়ে যখন তীব্র শীত তখন অসহায় ও দুস্থ মানুষের প্রতি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান। এই তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের মুখে হাসি ফুটেছে। এছাড়া তিনি আশ্রয়কেন্দ্রে থাকা সকলের খোঁজখবরও নেন। তিনি আরো জানান, ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় ৯টি থানার অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
এ সময়, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল (নগরকান্দা সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন ও কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা খান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।