আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা নিয়ে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় লিফলেট বিতরণ করছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন হাট বাজারে ঘুরে ঘুরে গনসংযোগ করছেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকান্ড সম্মলিত লিফলেট বিতরণ করছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী উপজেলা সদর বাজার, তালমা বাজার সহ কয়েকটি বাজারে তিনি গনসংযোগ করে নৌকার পক্ষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস শেখ, পৌরসভার কাউন্সিলর কাওসার আহম্মেদ, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান মিলন,কবির খাঁন,যুবলীগ নেতা লুৎফর রহমান, রাসেল খাঁন সহ অনেকেই।
মেজর (অবঃ) আতমা হালিম বলেন, আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। আমি দলীয় মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে তবেই আমি নির্বাচন করব। আর দল যদি আমাকে মনোনয়ন না দেয় তবে যাকে দিবে তার পক্ষে কাজ করব। এ আসনের আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে যা যা করা দরকার আমি সব করবো।