মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক:
আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের ওয়ার্ড পর্যায়েও কোনো কাঁচা সড়ক থাকবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার এডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়নকৃত ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ সিডিএ আবাসিক এলাকায় ২০ নং সড়কে মহেশখালের উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র এ মন্তব্য করেন। এ সময় মেয়র বলেন, উন্নত নগরী নির্মাণের পূর্বশর্ত হলো উন্নত সড়ক। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে উপহার হিসেবে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন যার সব টাকাই সরকার প্রদান করবে। আড়াই হাজার কোটি টাকার প্রকল্পসহ চলমান সবগুলো প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের এমনকি ওয়ার্ড পর্যায়েও কোনো কাঁচা সড়ক থাকবে না। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভবিষ্যতে চট্টগ্রামে আন্তর্জাতিক বড় বড় বিনিয়োগ আসবে। ফলে একদিকে চট্টগ্রামের বেকারত্বের সমস্যার সমাধান হবে, অন্যদিকে চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্বের বাণিজ্যিক হাব।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা জহুর, কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, এ টি এম সেলিম রেজা সহ চসিকের কর্মকর্তাবৃন্দ ও এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।