মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিনিধিঃ
নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চিপ্পুর প্রথম বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রকাশিত হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই হস্তান্তর করা হয়।
আগামী প্রকাশনী থেকে বের হওয়া বইটিতে ১৯৯৯ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর লেখা ২১টি কলাম ও স্মৃতিচারণমূলক লেখা, তিনটি সাক্ষাৎকার এবং তার জীবন সম্পর্কিত একটি দীর্ঘ প্রবন্ধ স্থান পেয়েছে। এছাড়া জাতির পিতার সাথে তার দুস্প্রাপ্য ও ঐতিহাসিক কিছু আলোকচিত্র বইটিতে যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে মোঃ সাহাবুদ্দিন বলেন, স্মৃতিচারণ থেকে এই বই লিখেছি। রাজনৈতিক ব্যক্তিদের এমন কোনো পর্যায় নেই যা পার করে আসিনি। বঙ্গবন্ধুর সাথে ১৯৬৬ সালে দেখা না হলে হয়তো আমার জীবন অন্য ধারায় পরিচালিত হতো।
তিনি আরও বলেন, পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীনতার পতাকা উড়িয়েছি এটা আমার গৌরব। মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে, জীবন সম্পর্কে যা যা আছে তারই সম্মিলন এই বই। এটি পড়লে সবাই বুঝবে মাননীয় প্রধানমন্ত্রী কেন আমাকে বেছে নিলেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ সাহাবুদ্দিন বলেন, স্বাধীন নির্বাচন কমিশন সংবিধানকে সামনে রেখে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করবে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে যা যা করনীয় তাই করবো।