বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত -২, আহত ৩ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় আবারও দেখা মিলল রাসেলস্ ভাইপার সাপের সাতক্ষীরা সদরে সুফল ভোগী নারীদের হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে আস্থা প্রকল্পের পরামর্শ সভা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সাতক্ষীরার যুবক নিহত খেদাপাড়া বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের যজ্ঞানুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য চট্টগ্রামে ট্রাক-টেম্পোর সংঘর্ষে নিহত ২

নদী ভাঙন রোধ করতে পারলে চরাঞ্চলকে উন্নয়নের রোলমডেল পরিনত করা সম্ভব- পানি সম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধা প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৩ বার পঠিত

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আমাদের এ দেশ নদী মাতৃদেশ। দেশের উন্নয়ন করতে হলে নদী ভাঙন রোধ করতে হবে।আর নদী ভাঙ্গন রোধ হলে চরাঞ্চলকে উন্নয়নের রোলমডেল পরিনত করা সম্ভব। কেননা কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াতে হবে। কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াতে হলে নদী শাসন করতে হবে। কারণ যদি নদী ভাঙন হয়, তবে কৃষি জমি কমে আসবে,ফলে উৎপাদন কমে যাবে। নদীর পাশে যে সমস্ত গ্রাম ও শহর আছে, সেগুলো রক্ষা করতে হবে। সেটি রক্ষা করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নদী ভাঙন এলাকাগুলো আমি নিজে পরিদর্শন করছি।

গাইবান্ধার ফুলছড়ি এরেন্ডাবাড়ি এলাকায় একটি বাধ নির্মাণ করতে হবে। ওইটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এলাকায় রক্ষা করতে অবশ্যই একটি প্রতিরক্ষা বাধ দিতে হবে। নদী ভাঙন রোধ শুধু আপনাদের দাবি নয়, এটি আমাদের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মত সরকার গঠনের পর থেকেই দেশের আনাচে-কানাচে উন্নয়ন হয়েছে।

রোববার(০২ জুন) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের মো. বিপ্লব হাসান পলাশ এমপি, বাপাউবোর অতিরিক্ত সচিব ড.আ.ল.ম.বজলুর রশীদ, পুলিশ সুপার কামাল হোসেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান প্রমুখ।
এর আগে হেলিকপ্টর যোগে এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ির যমুনা নদী বামতীরের ভাঙন পরিদর্শন করেন মন্ত্রী জাহিদ ফারুক। পরে তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।