আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সংসদীয় আসন ফরিদপুর-২ এর উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী নির্বাচিত হন।নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে গণ সংবর্ধনা দিতে সালথা উপজেলা আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। আগামী ২৯ নভেম্বর গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সালথা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠান সুন্দর ও স্বরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতির বিষয়ে মঞ্চ প্রস্তুত চলছে এবং মঞ্চ পরিদর্শন করেছেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর,এ সময় অারো উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস,
জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল,যুবলীগ নেতা বাকি বিল্লাহ,ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহীন আলমসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।