আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পহেলা বৈশাখ সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন এবং অনুষ্ঠানের সূচনা।
সকাল ৭.১৫টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা। সকাল ৭.৩০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মুক্তমঞ্চে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সুবিধাজনক সময়ে শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।
হাসপাতাল, কারাগার, শিশুপরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।
জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উক্ত কর্মসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।