সময়ের সংলাপঃ-
আজ আপনার জন্মদিন, জীবন হোক আপনার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন। আজ আমার বন্ধু শুভ জন্মদিন। হাজার বছর পূরণ হোক আপনার মুখের মিষ্টি হাসিতে, হৃদয় আপনার ভরে যাক মিষ্টি সুরের বাঁশিতে। ব্যাথা বেদনা হাওয়া হয়ে যাক, খুশি ভরা হাসিতে, আলোকিত হোক আপনার জীবন মিষ্টি ফুলের সুবাসে।
আশা করি আজকের এই বিশেষ দিনে প্রত্যেকটি মুহূর্ত যেন আনন্দ এবং খুশি দিয়ে ভরে ওঠে। জন্মদিন প্রত্যেক বছর ফিরে-উল্টে আসে কিন্তু আপনার মতো বন্ধু আমার জীবনে একবারই এসেছে। আপনি আমার জীবনে আসার জন্য আমি খুব আনন্দিত। আপনার এই স্পেশাল দিনে আপনাকে অনেক শুভেচ্ছা জানালাম।
শুভেচ্ছান্তে..
নরেন সাহা, সভাপতি
বিশ্বতান