এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় পুর্বসোনাপাতিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের কোভিড-১৯ প্রথম ডোজ টিকা প্রদান কর হয়।
নলডাঙ্গা উপজেলায় ৩৬ টি কেন্দ্রে মোট ২৯৯০ জন শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন কুমার টিকা সুপারভাইজার নাটোর সদর, শারমিন রাজিয়া সুলতানা প্রধান শিক্ষকা ১১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় নলডাঙ্গা নাটোর, জেসমিন আরা পরিবার পরিকল্পনা সহকারী ২ নং মাধনগর ইউনিয়ন, এ,কে,এম, খোরশেদ আলম কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার মাধনগর ইউনিয়ন বাঁশিলা সি সি নলডাঙ্গা নাটোর, মুশফিকুর রহমান(রতন) সেচ্ছাসেবক, মাহবুবুর রহমান রহমান ওয়ার্ড কমিশনার নলডাঙ্গা পৌরসভার নলডাঙ্গা নাটোর, রাবেয়া পারভীন সহ-প্রধান শিক্ষক সোনাপাতিল সরকারী প্রাথমিক বিদ্যালয় নলডাঙ্গা নাটোর, এ,জি,এম, হাসানুজ্জামান, ইনতাজ আহম্মেদ, আসমা আক্তার, মাহবুবুর রহমান, স্কাউট সদস্য ও নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ।
১১-১০-২০২২ইং