প্রশান্ত বিশ্বাস,( যশোর) থেকেঃ
নারিকেল গাছ থেকে পড়ে ফয়সাল নামে (১৭) যুবকের মৃত্যু । নিহত ফয়সাল,,,,,,,,,,,,,,,,,,,,,
যশোরের বাঘাপাড়া উপজেলা ধলগ্রাম ইউনিয়ন আন্দুল বাড়িয়া গ্রামের মিল্টন সরদারের একমাত্র,,,,,,,, ছেলে, ও প্রাক্তন ইউপি সদস্যর পলাশ সরদার (মেম্বর) এ-র ভাই- পো চরপাড়া তার বাড়ি। সে বীরপ্রতীক ইসহাক মহাবিদ্যালয় একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন, আজ বেলা ১১ টায় সময় ফয়সাল সরদার নামক ও-ই যুবক নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ার জন্য হটাৎ পা ফসকে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনা স্থলে পড়ে থাকা ব্যক্তির আর্তনাদে আশ পাশে থাকা সজন প্রতিবেশী চলে এসে অবস্থা আশংকা জনক দেখা দিলে তৎক্ষনাৎ মটর সাইকেল যোগে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসার অবনতি হলে ।
ফয়সাল কে দ্রুত এম্বুলেন্স যোগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চলাকালীন কর্তব্যরত চিকিৎসক ১ টার সময় তাকে মৃত ঘোষণা করে।