মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুর উপজেলার কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও যশোর -৫ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ কামরুল হাসান বারী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়। শনিবার দিনভোর মণিরামপুরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে পথচারীদের কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হাসান বারী বলেন, শেখ হাসিনার উদ্যোগে দেশের অনেক উন্নত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, আমরা আশা করি এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে জাতির জনকের আদর্শ অনুসরন করে যাচ্ছে। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নানা দিকে যে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের গতি অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শের দল, এদেশে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।