সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ

পঞ্চগড়ে তারুণ্য উৎসবে প্রাণবন্ত তরুণ সমাজ

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পঠিত

 পঞ্চগড় প্রতিনিধিঃ

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মেতেছে পঞ্চগড়ের তরুণ সমাজ। জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী এই তারুণ্যের উৎসব নিয়ে সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী আমেজ। উৎসবের বিভিন্ন ইভেন্টে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনা প্রশংসিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবে ২৫টি ইভেন্ট আয়োজন করা হয়েছে। প্রতিটি উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা আয়োজিত হয়েছে, যা হাজারো দর্শক উপভোগ করেছেন। তরুণদের অংশগ্রহণে কেমন চাই আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালাগুলো হয়েছে প্রত্যেক ইউনিয়ন ও উপজেলায়। উৎসবের অংশ হিসেবে শহরের সৌন্দর্য্যবর্ধন কার্যক্রম, পাখির অভয়ারণ্য স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এছাড়াও ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যা উপভোগ করছেন হাজারো দর্শক। কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩০০ শিশু-কিশোর। দিনব্যাপী সাইকেল রেস, অবস্ট্যাকল রেস ও স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে সহস্রাধিক শিশু-কিশোর ও তরুণ। শনিবার এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। উপস্থিত ছিলেন যুগ্ম সচিব খোরশেদ আলম খান, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসান। আগামী ২১ জানুয়ারি বিতর্ক উৎসব, ২২ জানুয়ারি উপস্থিত বক্তৃতা এবং ২৩ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা এবং গণমাধ্যমকর্মীদের জন্য বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রয়েছে। তরুণদের দক্ষতা উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট সামিট, ইংলিশ স্পিকিং, ফ্রিল্যান্সিং এবং কমিউনিকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া, নতুন বাংলাদেশের ধারণা প্রচারের লক্ষ্যে পেশাজীবীদের (রিকশাচালক, শ্রমিক, ড্রাইভার) জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানান, উৎসবটি তরুণদের মধ্যে মাদক ও দুর্নীতি বিরোধী মনোভাব জাগিয়ে তুলতে ভূমিকা রাখছে। জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, মাসব্যাপী তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশ করা। তাদের উৎসব বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ২৫ জানুয়ারি বিখ্যাত ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের মাধ্যমে এই উৎসব সমাপ্ত হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।