বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে প্রথম বারের মত চারুকলা এবং শারিরীক শিক্ষা বিষয়ের প্রথম পর্বের চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেলার একমাত্র কেয়া টেকনিক্যাল ইনিস্টিটিউটে ঠাকুরগাঁও দিনাজপুর সহ কয়েকটি জেলার ৮৭ জন শিক্ষার্থী প্রথম পর্বের চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করেন। শিক্ষার্থীদের আশা এই পরীক্ষায় পাশের পর আগামিতে বিভিন্ন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা এবং চারুকলার শিক্ষক হিসেবে শিক্ষকতা করতে পারবেন।
জানা গেছে প্রথম পর্বে আটটি বিষয়ে ৮০০ নাম্বারের এই পরীক্ষা।
শিক্ষার্থীরা জানান স্নাতক পাশ করে আমরা বেকার জীবন জাপন করছিলাম। জেলার বিভিন্ন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চারুকলার শিক্ষক সল্পতা রয়েছে। কেয়া টেকনিক্যাল ইনিস্টিটিউ আমাদের চারুকলা বিষয়ে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন। আমাদের দীর্ঘদিনের দাবী ছিল পঞ্চগড়ে চারুকলা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা । এই দাবীর প্রেক্ষিতে ২০২৩ সালে জেলা শহড়ের উপকন্ঠে লিচুতলা এলাকায় কেয়া ট্যাকনিক্যাল ইনিস্টিটিউিটে চারুকলা বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ৮৭ জন নারী পুরুষ শিক্ষার্থী চারুকলা বিষয়ে ভর্তি হয়ে অধ্যয়ন শুরু করেন তারা।
কেয়া টেকনিক্যাল ইনিস্টিটিউটের পরিচালক মো. রেজওয়ানুল ইসলাম শুভ জানান পঞ্চগড়ে প্রথমবারের মত চারুকলা বিষয়ে স্নাতক পাশের পর বেকার নারী পুরুষরা অমার প্রতিষ্ঠানে এডভান্স সার্টিফিকেট কোর্সে অধ্যয়ন করছেন। চুড়ান্ত পর্বের পরীক্ষায় পাশের পর চাকুরি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে। কারন দেশের প্রতিটি স্কুল কলেজ এমনকি মাদ্রাসাগুলোতেও একজন আর্ট শিক্ষক প্রয়োজন । সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার ফাইন আর্ট শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে। পরিবারের কাজের ফাঁকেও নারীরা এই কোর্সে অধ্যয়ন করছেন।