শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

পঞ্চগড়ে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে গিয়ে শেষ হয়। এসময় শোভাযাত্রাটিকে নিরাপত্তা বেষ্টনিতে ঢেকে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গল শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি সেরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

শোভাযাত্রায় শিশু ও কিশোর-কিশোরিরা বৈশাখী সাজে সেজে অংশ নেয়। পরে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে পান্তা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রেজিয়া ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, বীর মুক্তিযোদ্ধাগণসহ প্রমূখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।