সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পাচ্ছেন যাঁরা সাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উইনরক ইন্টারন্যাশন্যালের বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর যশোরে দুই দিনব্যাপী আশ্বাস প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত আলীকদমে মোটরসাইকেল দূর্ঘটায় ৩ জন নিহত. গাইবান্ধায় মিথ্যা মামলা ও ছোট্ট বোনের নিরাপত্তা চেয়ে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন ৭ নং মশাখালী ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত পঞ্চগড়ে রোলার স্কেটিং উৎসব উদযাপিত সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে রোলার স্কেটিং উৎসব উদযাপিত

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭ বার পঠিত

 পঞ্চগড় প্রতিনিধিঃ

তারুণ্যের উৎসব ২০২৫ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগান নিয়ে শনিবার, ১৮ জানুয়ারি বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের টেনিস গ্রাউন্ডে পঞ্চগড় স্কেটিং ক্লাবের আয়োজনে রোলার স্কেটিং উৎসব উদযাপিত হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. সাবেত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম এবং যুগ্ম সচিব খোরশেদ আলম খান। প্রতিযোগিতায় চার বছর বয়সী শিশু থেকে শুরু করে ২৫ বছর বয়সী তরুণদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে সদর উপজেলা পরিষদ টেনিস গ্রাউন্ড। পর্যায়ক্রমে স্কেটাররা স্ট্রিট স্কেটিং এবং রোল বল প্রতিযোগিতায় অংশ নেয়। এতে জেলার বিভিন্ন বয়সের ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। প্রতিযোগীরা বলেন, এমন আয়োজনে তারা খুব খুশি। অন্যদিকে, অভিভাবকদের মতে, শারীরিক ও মানসিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম বলেন, আমার মাথায় ছিল না যে পঞ্চগড়ের মতো সীমান্তবর্তী এলাকায় এত মানুষ স্কেটিংয়ের চর্চা করে। এটি খুবই আশ্চর্যের বিষয়। সম্ভবত ৬-৭ বছর থেকে শুরু করে তরুণ পর্যন্ত সব ছেলে-মেয়েরা স্কেটিং চর্চা করছে। এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। যারা এটির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশা করি এখান থেকেই এই বাচ্চারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলবে। তোমরা এই চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবে।” পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, মাসব্যাপী তারুণ্যের উৎসবের মূল লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশ করা। তাদের উৎসব বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে রোলার স্কেটিং উৎসব উদযাপিত হচ্ছে। আয়োজক পঞ্চগড় স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাবিবুর রহমান হাবিব বলেন, নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে পঞ্চগড়ের তরুণ সমাজ। জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী এই তারুণ্যের উৎসব হচ্ছে। এর অংশ হিসেবে রোলার স্কেটিং উৎসব পালন করছি আমরা। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের মোবাইল আসক্তি কাটিয়ে ঘর থেকে বের করে আনতে এমন আয়োজন করেছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।