আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
পবিত্র মসজিদুল হারামের নিয়মিত মুসল্লি ও মুকিম শায়খ আউদ আল-হারবি ইন্তেকাল করেছেন।গত শনিবার(১০ ডিসেম্বর)১৩৪ বছর বয়সে তিনি মারা যান।তাকে মক্কার সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে মনে করা হতো। ইসলামের পবিত্র ও সম্মানিত স্থানে জীবনের অধিকাংশ সময় কাটানোয় তাকে ‘হারামের পাখি’ নামেই পরিচিত ছিলেন।হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।
শেখ আওয়াদ মোয়াদ আল-সুবি আল-হারবি, যিনি মক্কা আল মুকারামার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে গর্বিত ছিলেন বলে জানা গেছে।
শেখ হারবি মসজিদ আল হারামের একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন যিনি নিয়মিত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিতেন এবং তার ডাকনাম ছিল ‘হারামের কবুতর’।কয়েক বছর আগে,একজন দর্শনার্থীর সাথে তার রেকর্ড করা কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন।
তারপর থেকে আল হারবি আন্তর্জাতিক দর্শনার্থীদের মধ্যে বেশ পরিচিতি লাভ করেন,যারা পবিত্র গ্র্যান্ড মসজিদে বছরের যে কোন মৌসুমে আসুক না কেন তাকে খুব সহজেই দেখতে পেতেন।
সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ পেলে বহু মানুষ তাঁর সম্পর্কে অসংখ্য স্মৃতি শেয়ার করছেন।
টুইট বার্তায় আরও বলা হয়, শায়খ আউদ আল-হারবি পবিত্র কাবা প্রাঙ্গণে নিয়মিত নামাজ ও তাওয়াফে উপস্থিত হতেন ও নিয়মিত আমলে ব্যস্ত সময় কাটাতেন।