মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
না ফেরার দেশে (পরপারে) চলে গেলেন সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা সামসুল আলম প্রামাণিক (এমপি)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মুত্যুকালে বয়স হয়েছিল (৭০) বছর।
রবিবার দিবাগত রাত ৪ টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য ও নওগাঁ-৪৯ মান্দা (৪) আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
এর আগে তিনি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে মান্দা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন। সকলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরের স্থানে দাফন সম্পন্ন করা হয়।