মনিরুজ্জামান সোহান, হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পর্যটন এলাকায় সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লী ভেঙে যাওয়া ব্রীজ সংস্কার করে চলাচলের জন্য উল্মোক্ত করে দেয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক উপস্থিত হয়ে ব্রীজটি উল্মোক্ত করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল প্রমুখ।
গত দু মাস পূর্বে অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে পাকা ব্রীজের আংশিক অংশ ভেঙে যায়। এর পর থেকে ত্রিপুরা পল্লীর বাসিন্দা ও সাতছড়িতে ঘুরতে আসা পর্যটকরা গাইড ওয়াল ও স্থায়ী পাকা ব্রীজের দাবি জানায়।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর জানান ব্রীজ পাকা করণের ও গাইড ওয়াল এর জন্য ইস্টিমিট করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।তিনি আশাবাদী আগামী অর্থ বছরেই কাজ শুরু করা যাবে। আপাতত ত্রিপুরা পল্লীর বাসিন্দারা চলাচলের জন্য উপজেলা পরিষদের বরাদ্ধ থেকে পাকা ব্রীজের সাথে সংযুক্ত করে কাঠের ব্রীজ নির্মান করে দেয়া হয়েছে।