২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৩ দশমিক ৮১ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জিপিএ-৫ এও মেয়েরা এগিয়ে বলে জানান তিনি।
রবিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, একটু না বললেই নয়, দেখা যাচ্ছে ছাত্রীদের পাসের হার বেশি।
এসময় হাসিমুখে প্রধানমন্ত্রী বলেন, এরজন্য ধন্যবাদ। কারণ সবসময় আমাদের শুনতে হয়, জেন্ডার ইকুয়ালিটি। এখন তো দেখি উল্টো ছেলেরা কেন পিছিয়ে থাকলো, সেটাই খুঁজে বের করতে হবে। প্রতিবার দেখছি, মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে।
একসময় মেয়েদের পড়াশোনাই করতে দেওয়া হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশে এখনও মেয়েদের পড়াশোনা করতে দেয় না। আমাদের দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে, এজন্য তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এসময় ছেলেদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ছেলেদের বলবো- পিছিয়ে থেকো না। তোমরাও পড়াশোনা করো, সমানতালে চলো-সেটাই আমরা চাই।
এসময় সবাইকে অভিনন্দন জানিয়ে ফলাফল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রীর হাতে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা স্ব-স্ব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হরতাল-অবরোধে ‘জ্বালাও-পোড়াওয়ের’ মধ্যেই কম সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরে বাটন চেপে ডিজিটালি ফলাফল উদ্বোধন করেন তিনি।