গত ১৭ ডিসেম্বর শনিবার দৈনিক সভ্যতার আলো পত্রিকায় “সাব -রেজিস্ট্রার কার্যালয়ে জাতীয় পতাকা অবমাননা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যা আমার দৃষ্টি গোচরে আসে। সংবাদে প্রকাশিত তথ্যটি সত্য নয়।আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত এবং যা প্রতিবেদকের মনগড়া ।
প্রতিবেদক আপনার পত্রিকার সুনাম নষ্ট করার জন্য এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এমন সংবাদ পরিবেশন করেছেন। সংবাদে প্রতিবেদক নির্দিষ্ট কোন ব্যক্তির নাম পরিচয় না দিয়ে মনগড়া বক্তব্য উল্লেখ করেছেন। প্রকৃত পক্ষে আমি সরকার নিদের্শনা মেনে পতাকা উত্তোলন করি এবং সাব -রেজিস্ট্রার অফিস আলোকসজ্জা করি। যারা মহান বিজয় দিবস হতে এখন পযন্ত অফিসে এসেছে তারা সকলেই এমন দৃশ্য দেখেছেন । একজনও প্রত্যক্ষদর্শি বলতে পারবেনা যে আমার কার্যালয়ে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। বরং জাতীয় পতাকা আমার সম্মান, পরিচিতি, পরম শ্রদ্ধার বিষয়। এহেন প্রকাশিত সংবাদটি আমার মত একজন দেশ প্রেমিক মানুষের হৃদয় কে ক্ষত বিক্ষত করেছে। প্রকাশিত সংবাদের প্রতিবেদকের প্রতি সম্মান প্রর্দশন পূর্বক এরুপ ভুল সংবাদের প্রত্যাশা করিনি। সংবাদটি প্রকৃতপক্ষে আমাকে প্রতিষ্ঠানিকভাবে হেয় প্রতিপন্ন, সুনাম নষ্ট ও প্রতিবেদকের ব্যক্তিগত স্বার্থে, উদ্দেশ্য হাসিলের জন্য করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মোহামমদ রমজান খান
সাব রেজিস্ট্রার, সিরাজদিখান মুন্সিগঞ্জ।