বেদনাগুলো হৃদয়ে কিলবিল করে
কখনো বেদনা হয়ে ঝরে
নিশ্বাসের সাথে অভিশপ্ত কালনাগিনী
হয়ে বেরিয়ে যায়
আবার অশ্রু হয়ে
রক্ত ঝরে চোখ দিয়ে
হয়তো আশাহতের বেদনা
না হয় হৃদয়ে রক্তক্ষরণ
দৃষ্টির সীমায় অন্ধকার
বহু দূরে মরীচিকা
চারদিকে নিকষকালো অন্ধকার
কোনো কিছুর ধরতে গিয়ে
পক্ষাঘাতপ্রস্ত হাত এবং দৃষ্টি
স্বদেশের ফুলগুলো বিষন্ন
প্রতিটি বিবর্ণ
কোকিল, শালিক, দোয়েল, টিয়া
তারা আত্মহত্যা করে
কোথাও খুঁজে পাওয়া যায় না
প্রিয় স্বদেশ তোর বিষন্ন মুখ
দিনশেষে প্রতিবাদ-প্রতিরোধহীন
হৃদয়কে ব্যথিত করে।