আসাদউজ্জামান লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।”স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে আগামী শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছেন।
গতকাল সোমবার দুপুরে বেজগাঁও ইউনিয়নের কুঁড়িগাঁও এলাকায় অবস্থিত দপ্তরের উপজেলা কার্যালয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শ্যামল চন্দ্র পোদ্দার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, সরকারি লৌহজং কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রাণিসম্পদ কর্মকর্তা আরও জানান, প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কুকুর, বিড়াল, খরগোশ, বিভিন্ন জাতের সৌখিন পাখি ও গবাদিপশু, হাঁস-মুরগির উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ ও পশু খাদ্য এবং পাশাপাশি বিভিন্ন দুগ্ধজাত পণ্য যেমন- মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ও পনির প্রদর্শন করা হবে।