মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এর অবসর গ্রহণ ও নবগত প্রধান শিক্ষক ঠাকুর দাস রায় এর দায়িত্ব গ্রহন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬(জানুয়ারি)২০২৩ সোমবার সকাল ১১ টায় উপজেলার ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রধান শিক্ষকের অবসর ও নতুন শিক্ষকের দায়িত্ব গ্রহন এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, সভাপতি হিসাবে উপস্থিত ছেলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু,শেখ আব্দুর রাজ্জাক, সহ বিদ্যালয়ের ছাএ-ছাএী সহ অভিভাবক বৃন্দ প্রমুখ।
বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকের অবসর নবাগত শিক্ষকের দায়িত্ব গ্রহণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে শহিদুল ইসলাম এর সঞ্চালনায়,উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন আমারা ফকিরহাট আদর্শ বিদ্যালয় টি উপজেলা পরিচালনা করার উদ্যোগ হাতে নিয়েছি,বিদ্যালয়ের পরিবেশ সুন্দর করতে আপনাদের এক হয়ে কাজ করতে হবে।
এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন তিনি বলেন আমি আশা করি নবাগত প্রধান শিক্ষক তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন, বিদ্যালয়ের কমিটির সদস্যদের নিয়ে আমারা মিটিং করছি এবং নতুন উদ্যোক্তা তৈরি করেছি।
তারই ধারাবাহিক রুপ আমাদের ফকিরহাট স্মার্ট ফকিরহাট স্মার্ট এডুকেশনে কোমলমতি শিশুরা আগামী দিনে সুন্দর ভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, সেই সাথে বিদ্যালয়ের অভিভাবকদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন। ##