বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর ২০২২ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় শেখ রাসেল শিশু পার্ক প্রাঙ্গণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অন্জন কুমার দে এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ইজারাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানার্জী,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রন্জন দেবনাথ, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব।
সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম।
পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার ধর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, সাংগঠনিক সম্পাদক হিটলার গোলদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি প্রমুখ।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে এদিন পিলজংগ ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল সহকারে যোগদানে এবং সম্মেলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় ও ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত নেতাকর্মীদের পদচারণায় সম্মেলন স্থল কানায় কানায় ভরে গিয়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় যা সম্মেলনের সফলতা ও স্বার্থকতা বয়ে আনে।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন প্রভাষক অন্জন কুমার দে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোড়ল জাহিদুল ইসলাম।