মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
বাগেরহাটের ফকিরহাট বাজার এলাকা থেকে একটি ব্যাটাারি চালিত রিক্সা নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে চোর সিন্ডিকেটের সদস্য সুমন শেখ (২৬)। সে কচুয়ার চন্দ্রপাড়ার মৃত সিদ্দিক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ছোট বাহিরদিয়া গ্রামের মো. আল মামুন ফকিরহাট একটি সড়কের উপর রিক্সা রেখে পাশে খাবির স্টোরে টায়ার কিনতে যান। এসে দেখেন তার রিক্সাটি একজন চুরি করে পালিয়ে যাচ্ছে, তখন স্থানীয়দের সহযোগিতায় রিক্সা সহ চোর সুমন শেখকে আটক করে। পরে মডেল থানা পুলিশের নিটক তাকে সোর্পদ করে। এ ব্যাপারে রাতেই রিক্সা চালক মো. আল মামুন বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।