ফকিরহাট থেকে,আসাদুজ্জামান আসাদঃ
কৃষিই তুহিনের নেশা। কৃষিই তুহিনের পেশা। কৃষিই তুহিনের জীবন ও জীবিকা। আর সেই কৃষি ফসলের হাত ধরেই এসেছে কৃষক তুহিনের জীবনে সাফল্যগাঁথা। কৃষি মানে উন্নতি-কৃষি মানে সমৃদ্ধি’র শ্লোগানে উদ্ভাসিত উজ্জীবিত কৃষককুলের এক প্রতিনিধি তুহিন। পতিত জমিতে হরেক সবজি চাষে সফল এক নাম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের কৃষক তুহিন।
উপজেলার ভৈরব নদের শাখা বাদামতলা খালের পাশে পতিত জমিতে নানা রকমের শীতকালীন শাকসবজির মিশেলে গড়ে উঠেছে তুহিনের এক টুকরো পৃথিবী। সেখানে টাটকা সরেস সৌন্দর্য ছড়াচ্ছে ওলকপি পাতাকপি মুলা লাউ কুমড়া লালশাক পালংশাক সহ নানা ধরনের শাকসবজি। সরিষার হলুদ আভায় আলোকিত মাঝে মধ্যে খানিক খানিক স্থান। ফকিরহাট উপজেলা কৃষি অফিসের পতিত জমিতে শাক সবজি চাষ সম্পর্কিত উদ্বুদ্ধকরণ সভায় উদ্যোমী এক আত্নবিশ্বাসী কৃষক তুহিন পতিত জমিতে ফসল উৎপাদনের বাস্তবতা এনেছেন। সাফল্যও পেয়েছেন তিনি। পরিবারের শাকসবজির চাহিদা মিটিয়ে তার উৎপাদিত শাকসবজি চলে যাচ্ছে হাটে। টাকা আসছে এখন তুহিনের কাছে। তুহিনের কোনো ফুরসত নেই। দু’হাতে ফসল তোলা আর বিক্রিতেই কাটছে সময়। এদিকে আবার তার বোরো ধান রোপণের সময়। এতসব আয়োজনে কেমন আর্থিক সাফল্য আসলো প্রশ্নের উত্তরে চোয়াল জোড়া হাসিতে তুহিন জানালেন, সাফল্য ভালোই। বাদমতলা খালের পাশের পতিত জমির শাকসবজি আমার পকেট ভরে দিয়েছে। আগাম ফসলের আগাম বাড়তি দাম আমার মনও ভরে দিয়েছে।
ফকিরহাট উপজেলায় প্রায় ৫৫ হেক্টর পতিত জমি রয়েছে। উপজেলা কৃষি অফিস এ তথ্য জানান দিয়েছে।খাল বিল নদী রাস্তার পাশের পতিত জমিতে কৃষি চাষ বিষয়ে বিভিন্ন অবহিতকরন সভা, উদ্বুদ্ধকরণ সভা ও প্রশিক্ষণের সাথে সরকারি সেবা সহায়তায় কৃষক পতিত জমিতে কৃষি উৎপাদনে কৃষক এগিয়েও এসেছে। যার বাস্তবতা মিলছে আজ উপজেলার বিভিন্ন এলাকাতে।
ফকিরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি পতিত জমিও ফেলে রাখা যাবেনা। সেদিকে লক্ষ্য রেখে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। ফকিরহাটে বিভিন্ন সভা সমাবেশে একথা বারবার উচ্চারিত হয়েছে এবং হচ্ছে। বিশেষ করে উপজেলার ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত উন্মুক্ত ওয়ার্ড সভায় বিষয়টি বারবার আলোচিত হওয়ায় তা আরো বেগবান হয়েছে। আগ্রহী হয়ে উঠেছে কৃষক। যার সুফল আজ পাচ্ছে তুহিনের মত অসংখ্য কৃষক। স্মার্ট উপজেলার কৃষিও হয়ে যাচ্ছে দিন দিন আরো স্মার্ট।
পতিত জমিতে কৃষি উৎপাদন সাফল্যে কৃষকদের পাশাপাশি উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত তাই বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড সভার প্রবর্তক ও স্মার্ট উপজেলা ফকিরহাটের বর্তমান চেয়ারম্যান স্বপন কুমার দাশকে।