মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার বিশেষ অভিযানে বিপুলপরিমান মাদকদ্রব্য গাঁজা উদ্ধার হয়েছে ৷
৫ এপ্রিল বুধবার বার রাত ১১ টায় শটের বটতলার কামাল(খাঁন)ফিলিং স্টেশনে বিপুুল পরিমান গাঁজা উদ্ধার করলো ফকিরহাট মেডেল থানার তদন্ত কর্মকর্তা(ওসি)স্বপন রাহা গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনে মিনি পিকাপের অনেক গুলি খালি ড্রামের ভিতর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেন। তবে পিকাপে কাউকে পাওয়া যায়নি।
ফকিরহাট মডেল থানার সার্কেল এসপি মোঃ রবিউল ইসলাম শামীম বলেন, আমারা গোপন সংবাদে জানতে পারি শটের বটতলা এলাকায় একটি পিকাপে বিপুলপরিমাণ মাদকদ্রব্য আছে, তারই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে দশ টোপলা গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে,আইনী প্রক্রিয়া চলমান।