মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকেঃ
ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা বিশ্বরোড মোড়ে ২৮ডিসেম্বর আনুমানিক দুপুর দুইটার সময় ফলতিতা থেকে নোয়াপাড়া গামী ভ্যানে মোল্লারহাট গামী তেলের লরি সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রূপসা উপজেলার পাচাণী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে শাহাজান হাওলাদার (৬০) ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ভ্যানচালক ঘটনাস্থলে মারা গেলেও লরীচালককে আটক করা সম্ভব হয়নি।
ফকিরহাট মডেল থানার ওসি মুঃ আলিমুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মৃত ভ্যানচালকের লাশ যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে এবং ঘাতক লরীকে আটকের চেষ্টা চলছে।