মোহাম্মদ সোলাইমান,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে টিনসেড বসতঘর ও রান্নাঘর ভস্মীভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। মঙ্গলবার (৪অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সানাউল্লাহ পাড়া এলাকার ফতেপুর দরবার শরিফে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল কাইয়ুম নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখি আগুন লেগেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্থানীয়রা, সাথে আমি ফায়ারসার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত শাহজাদা সৈয়দ শামশুল আরেফিন বলেন, আমি আর আমার ভাই ঘরে ছিলাম, বেলা ১১টা ২০মিনিটের দিকে রান্নাঘরে হঠাৎ ধোঁয়া দেখতে যায়, সাথে সাথে আগুন লাগে, এই আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রান্নাঘরের সাথে লাগোয়া দুইটি বসতঘরে। বসতঘরে একটি আলমারি, দুইটি ফ্রিজ ও আসবাবপত্র সহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলো। গ্যাসের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। গ্যাসের সিলিন্ডারের কোন অংশের ছিদ্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উভয় পাশে পাকা ঘর এবং সীমানা দেয়াল থাকায় আগুনের লেলিহান ছড়াতে পারেনি। এর ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা হতে পারে।