নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুজ্জামান। ১৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ ব্যাপারী।
মঙ্গলবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে বিকাল ৫ টা থেকে ভোট গণনার কাজ শুরু করেন। রাত ১২ টার সময় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুজ্জামান সহ ৬ টি গুরুত্বপূর্ণ পদে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জাহিদ ব্যাপারী সহ মোট ৯ টি গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে।
অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ার হোসেন মিল্টন (আওয়ামী লীগ), অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম নান্নু (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খসরুল আলম খসরু (বিএনপি), অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মাদ ইনজামাম-উল হক মিঠু (আওয়ামী লীগ), অডিট সম্পাদক অ্যাডভোকেট মো. আবু নাঈম জুয়েল (বিএনপি), ক্রীড়া সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সেক মতিয়ার রহমান (বিএনপি), প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ (আওয়ামী লীগ), তথ্য প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিজান (আওয়ামী লীগ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট সাহেদুল আলম আরজু (আওয়ামী লীগ), অ্যাডভোকেট মো. এনায়েত হোসেন (আওয়ামী লীগ), অ্যাডভোকেট মিসেস সামসুন নাহার (বিএনপি), অ্যাডভোকেট শরীফা ঠাকুর (আওয়ামী লীগ) ও অ্যাডভোকেট মাহমুদ হোসেন রানা (আওয়ামী লীগ)।