সজীব মোল্লা স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা‘র সভাপতিত্ত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার উপজেলা নিবার্হী অফিসার জনাব তানভীর হাসান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইলা রাণী দাস । অগ্রপথিক ইমরান খান এর সঞ্চালনায় অত্র ইউনিয়নের শতাধিক কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাঠ দিবস অনুষ্ঠানে তিন জন কৃষক আধুনিক ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু কৃষি চাষ পদ্ধতির পেঁয়াজ, ধান, পাট, শাকসবজি বিষয়ে প্রদশর্নী ক্ষেতের অভিজ্ঞতা শেয়ার করেন। মাঠ দিবস অনুষ্ঠানে বিভিন্ন কৃষি উপকরণ প্রদশর্ন করা হয়। অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাজু আহমেদ খান, আল-হেলাল পত্রিকার সাংবাদিক জনাব মতিন মুন্সি, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: মোকলেস উদ্দিন, অগ্রপথিক সরিফুল ইসলাম, সোহেল খান, রিয়া খানম প্রমুখ উপস্থিত ছিলেন।