সুদর্শন চক্রবর্ত্তী, স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) ফাইনালে বালক বিভাগে ফরিদপুর পৌরসভা ও বালিকা বিভাগে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে ২ জুন, ২০২২ বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়ের সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে পালন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার।
দিনের প্রথম খেলায় বালক বিভাগে ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলে ফরিদপুর সদর উপজেলা দলকে এবং অপর খেলায় বালিকা বিভাগে ফরিদপুর সদর উপজেলা দল ৪-০ গোলে ফরিদপুর পৌরসভা দলকে পরাজিত করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।
© All rights reserved © 2022 Sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।