মোঃ সজীব মোল্লা, ফরিদপুরঃ
ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২৩।
‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আজ শনিবার (৪ নভেম্বর) উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩।
এ উপলক্ষে আজ সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ফরিদপুর এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। প্রথমে কমিউনিটি পুলিশিং শ্লোগান সম্বলিত রঙ বেরঙের বেলুন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ এবং ফরিদপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম।