সুদর্শন চক্রবর্তী (শান্ত), স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ছোট কুমার দিয়ায় শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরে আজ ৪ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ২টায় শারদাঞ্জলি ফোরাম জেলা শাখা কর্তৃক ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ, গীতা প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শারদাঞ্জলি ফোরামের ফরিদপুর জেলার আহ্বায়ক সদস্য সচিব রতন কুমার বাড়ই, শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, ধর্ম গুরু ও অধ্যক্ষ শরনার্থী মহারাজ অ্যাডভোকেট প্রদীপ কুমার বিশ্বাস, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সুশান্ত সরকার। কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন মন্ডল দুর্জয়, সুব্রত কুমার মন্ডল গৌরাঙ্গ বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস শিবু, অরুপ কুমার শীল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ফোরামের অন্যতম সদস্য দেবেন্দ্রনাথ মন্ডল, সুকন্ঠ বিশ্বাস, নয়ন মন্ডল, রনজিৎ সরকার, নীল কন্ঠ সরকার, হারান সরকার। বিভিন্ন গীতা বিদ্যানিকেতন থেকে আসা শিক্ষা গুরু, শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।