ওমর ফারুক রনি, গাইবান্ধাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে গাইবান্ধার ফুলছড়িতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ফুলছড়ি উপজেলা হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার মোঃ আলাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান,জি এম সেলিম পারভেজ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ, মোঃ কাওসার আলী,ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী।
উপজেলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা মেরী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়া,উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোছাঃ পাপিয়া সুলতানা, উপজেলা আইসিটি অফিসার মোঃ কাজল মিয়া, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা,আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান সুজা, প্রমুখ
এর আগে মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে অস্বচ্ছ ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়
সভায় উপজেলা ৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।