উত্তম চক্রবর্তী,মণিরামপুর প্রতিনিধিঃ
মানবতার ফেরিওয়ালা হিসেবে সম্মাননা পেলেন মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন। এ অনুষ্ঠান শুক্রবার বিকালে মণিরামপুর পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়। ফ্যামিলি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামাজ সেবায় বিশেষ অবদান রাখায় মুর্শিদ হাসান ইমনকে মানবতার ফেরিওয়ালা হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেড বশির আহমেদ, সাংবাদিক নূরুল হক, দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান সহ বিভিন্ন সামাজিক কাজের সাথে সংযুক্ত থাকা ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেব বিশ্বাস।