রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঘায় কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পঞ্চগড় চিনিকল পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান  রাউজানে যুবদল নেতা জাহাঙ্গীর আলমের পিতার নামাজে জানাজা শেষে দাফন কালেরগর্ভে হারিয়ে যেতে বসেছে খেজুর রসে  বকশীগঞ্জে চালকদের মধ্যে দ্বন্দ্বে তিন দিন ধরে বন্ধ সিএনজি চলাচল! দুর্ভোগে যাত্রীরা কালিগঞ্জ সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজী আলাউদ্দিনের জনসভা  নিজেদের শিক্ষককে প্রধান অতিথি করে অভিন্ন এক মাসব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন রাজগঞ্জে গরীব অসহায় পরিবারের মাঝে ১৫ টাকা কেজি চাউল বিতরণ  মধ্যনগরে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা আসক্ত হচ্ছে শিক্ষার্থী সহ যুবসমাজ  কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে: সেতু উপদেষ্টা

বকশীগঞ্জে চালকদের মধ্যে দ্বন্দ্বে তিন দিন ধরে বন্ধ সিএনজি চলাচল! দুর্ভোগে যাত্রীরা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

সিএনজি চালকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বকশীগঞ্জ-জামালপুর সড়কে তিন দিন ধরে বন্ধ রয়েছে সিএনজি চলাচল। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন ওই রুটের যাত্রীরা। দুর্ভোগ নিয়েই বাড়তি ভাড়া দিয়ে অটোরিকশা যোগে যাত্রী চলাচল করতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

জানা গেছে, গত বৃহস্পতিবার জামালপুর থেকে রৌমারী গামী সিএনজি চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। জামালপুর সিএনজি স্টেশনের কয়েকজন চালক রৌমারী গামী এক চালককে মারধর করেন।

এঘটনাকে কেন্দ্র করে বকশীগঞ্জ ও রৌমারী থেকে জামালপুর গামী কোন সিএনজি জামালপুরে ঢুকতে দিচ্ছে না। ফলে তিন দিন ধরে জামালপুর-বকশীগঞ্জ রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। সিএনজি চলাচল বন্ধ থাকায় বকশীগঞ্জ থেকে জামালপুর পর্যন্ত প্রতিদিন ১৪০ টি সিএনজির চালক বেকার হয়ে রয়েছে।

সিএনজি চলাচল বন্ধ থাকায় জামালপুর গামী ও বকশীগঞ্জ গামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা সিএনজিতে করে গন্তব্যস্থলে যেতে না পেরে অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যেতে হচ্ছে।

এতে করে বাড়তি ভাড়া ও অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। দ্রুত আলোচনা করে এই সমস্যার সমাধানের দাবি জানান সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা।

সাধারণ যাত্রীরা জানান, সিএনজি চলাচল না করায় জামালপুর শহর বা অফিসের কাজে যেতে হলে বেশি টাকা খরচ করে বিকল্প ব্যবস্থায় যেতে হচ্ছে। এতে করে দুর্ভোগের পাশাপাশি সময় ক্ষেপন হচ্ছে।

বকশীগঞ্জ সিএনজির মাস্টার পপুলার মিয়া জানান, দ্রুত এর সমাধান না হলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েই যাবে। তাই প্রশাসনের হস্তক্ষেপে এই বিষয়ে পদক্ষেপ দরকার।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মহাসড়কে তিন চাকার যানচলাচলের অনুমোদন নেই। তবে জনভোগান্তীর কথা চিন্তা করে চালকদের মধ্যে সমঝোতা হওয়া উচিত।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, সিএনজি চলাচল বন্ধের বিষয়ে একটি ফেসবুক পোষ্টের মাধ্যমে জেনেছি। খোঁজ নিয়ে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রাসেল রানা

বকশীগঞ্জ,জামালপুর

০১৭১৫১৪৫১০৫

১৬.১১.২০২৪ইং

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।