বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কলকীহারা বাঘাডুবি দাখিল মাদ্রাসার সুপার সহ ৬ জন শিক্ষককে মঙ্গলবার দুপুরে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন সুপার আলহাজ্ব মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, সহ-সুপার মাওলানা মোঃ জামাল উদ্দিন,এবতেদায়ী প্রধান মাওলানা মোঃ আঃ রাজ্জাক, মাধ্যমিক কারী মোঃ মজিবুর রহমান, এবতেদায়ী মৌলবী মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী।
উক্ত বিদায়ী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হামিদ। বিশেষ অতিথি হিসেববে উপস্থিত ছিলেন সাবেক সুপার মাওলানা আঃ মাজেদ, অধ্যক্ষ মোঃ আঃ সালাম,খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ফারাজীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বকশীগঞ্জ কোহিনুর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাফিউল ইসলাম,জাগিরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান,চন্দ্রবাজ শেফালী মফিজ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ রশিদ এছাড়াও অন্যান্য দাখিল মাদ্রাসার সুপার সহ
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ লুৎফর রহমান, আঃ বারেক, সেকান্দর আলীসহ মাদ্রাসার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আঃ হক।