বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১ নামে বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক শিক্ষা নির্বাহী প্রকৌশলী আবু তাহের পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে সচেতনতার জন্য সমন্বয় সভা দক্ষিণ জেলা বিএনপি পদ ফিরে পাওয়ায় দোয়া মাহফিল গভীর রাতে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর এর শীতবস্ত্র বিতরণ ফুলবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিল সহ অটোরিকশা চালক গ্রেফতার ফুলবাড়ীতে আ’লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার গাজীপুর মহানগরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন গাজীপুর মহানগরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করেন জিএমপি’র মাননীয় পুলিশ কমিশনার

বঙ্গবন্ধুর দুইজন যোগ্য উত্তরসূরি থাকায় বাগেরহাট বাসী সৌভাগ্যবান- পুলিশ সুপার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ বার পঠিত

আলী আজীম,মোংলা (বাগেরহাট):

সুন্দরবনের বনজীবিদের নিরাপত্তা নিশ্চিত করন ও জীববৈচিত্র সংরক্ষণে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিএম।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় দিগরাজ সুপার মার্কেট সংলগ্ন মাঠে মোংলা থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় মোংলা ও রামপাল উপজেলার জেলে ও আত্মসমর্পণকৃত বনদস্যু, মৎস্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ২০১৮ সালের পর থেকে সুন্দরবন দস্যুমুক্ত ছিল। কিন্তু বর্তমানে ছোট্ট একটি নব্য বাহিনী নেমে জেলেদের উপর হামলা করছে। এ খবরের সাথে সাথে পুলিশের অভিযানে ওই দস্যু বাহীনি তিনজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিরাও পুলিশের জালের মধ্যে রয়েছে। এ অবস্থায় তিনি দস্যুদের আত্মসমর্পণের আহবান জানান। অন্যথায় জেলেদের সহযোগীতায় অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন।

তিনি আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর দুইজন যোগ্য উত্তরসূরি থাকায় বাগেরহাটবাসী অত্যান্ত সৌভাগ্যবান। তারা শুধু আমাদের জন্য না সারা বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। তারা হলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র আপন ছোট ভাইয়ের ছোট ছেলে শেখ হেলাল উদ্দিন আরেকজন শেখ হেলাল সাহেবের একমাত্র ছেলে শেখ শারহান নাসের তম্ময়।

মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, এডিশনাল এসপি ( প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সামসুদ্দীন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস প্রমুখ।

উপস্থিত বনজীবিরা এসময় বনদস্যু দমনের পাশাপাশি নৌ-পুলিশ ও বন বিভাগের বিভিন্ন হয়রানি বন্ধের দাবী জানান। পরে পুলিশ সুপার দুস্থ জেলেদের মাঝে কম্বল বিতরণ করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।