জয়ন্ত সাহা যতন, স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল বামনডাঙ্গা আঞ্চলিক শাখা জাতীয় শোক দিবস পালন করেছে।মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল বামনডাঙ্গা আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালী বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ বামনডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ এর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল বামনডাঙ্গা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ জেলাল হোসেন।
বামনডাঙ্গা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল বামনডাঙ্গা শাখার সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুর রাজ্জাক আকন্দ।বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল বামনডাঙ্গা শাখার সহসভাপতি মোঃ শাহজাহান মিয়া লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।